স্টাফ রিপোর্টারঃর্যাবের অভিযানে বগুড়ায় সম্পত্তির লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ মধ্যপাড়া এলাকার মৃত আঃ সাত্তারের ছেলে আলমগীর হোসেন।
এসকল তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ মানিকগঞ্জ একটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকা আলমগীরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার গাবতলী মডেল থানায় পাঠানো হয়েছে।
এর আগে, গ্রেফতারকৃত আলমগীর হোসেন ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার একপর্যায়ে তাকে ৪ শতক জমি লিখে দিয়ে বিয়ে করার আশ্বাস দেন। এরপর কৌশলে গত বছরের ১৩ সেপ্টেম্বর গাবতলী পৌরসভার তরফতরতাজ মধ্যপাড়ার একটি বাঁশঝাড়ে নিয়ে ভুত্তভোগীকে জোড়পূর্বক ধর্ষণ করেন। পরে ৭ অক্টোবর আলমগীর হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বগুড়ার গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আলমগীর হোসেন পলাতক ছিলেন।