মোঃ তৌফিক হাসান, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় খড়বোঝায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাত একটার দিকে শাহজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। খড় পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
তিনি জানান, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝায় ট্রাকটি পাবনায় যাচ্ছিল। পথের মধ্যে দুর্বৃত্তরা ট্রাকের কাঁচ ভাঙচুর এবং আগুন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
আনে। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার না হলেও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
