বগুড়া সদর প্রতিনিধি মোঃ সম্রাট:
শনিবার বিকেলে কামারগাড়ী এলাকায় বঙ্গবন্ধু ফাউন্ডেবশন বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর পক্ষে থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন অত্র ফাউন্ডেশনের সভাপতি ও জেড. বি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মাহামুদ শাওন। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ হোসাইন নাইম ও বগুড়া জেলা শাখার সহ সভাপতি :আবুজাফর মো:মাহমুদুন্নবী রাসেল ও এস এম তারিক, যুগ্ম সম্পাদক : নিশান মাহাবুব হাসান সরকার ফয়সালও সাংগঠনিক সম্পাদক : রাব্বি শেখ ও সহ সদস্য অভি ও ইলিয়াস সহ প্রমুখ।