মোঃকামরুজ্জামান সম্পদঃবৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসাহ রিপু।বেলুন উড়িয়ে উদ্বোধন এবং ৪০ টি স্টল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম বার, মগরা জেলা ভেটেরিনারী অফিসার ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ আনিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা খামারি এসোসিয়েশনের সভাপতি মুক্তার হোসেন, কৃষক খামারে বগুড়া জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।