সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা!

 

বগুড়া সদরে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া বাজারে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। তবে এ সময় পিকআপ চালক বা কেউ আহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহিম রানা।

তিনি জানান, রোববার রাতে একটি পিকআপ জেলার দুপচাঁচিয়া থেকে চারমাথার দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকা হওয়ায় চালক পিকআপের গতি কিছুটা কমিয়ে দেন। এই সুযোগে কিছু দুর্বৃত্ত গাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এসআই রহিম রানা বলেন, পিকআপ চালক পুরোপুরি সুস্থ আছেন। আগুনে বাহনটির কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটের রাতে আতংক ছড়াতে নাশকতাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হবে।।

সম্পর্কিত