শাকিল আহম্মেদ, বগুড়াঃ বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২ (দুই) কেজি গাঁজা ও ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডলসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার মোঃ দুলাল ভুইয়ার ছেলে মোঃ বাদশা আলম (২৮), কুমিল্লা সদর উপজেলার নেওয়াপূর্বপাড়া এলাকার ছাদেক মিয়ার ছেলে মোঃ হৃদয় আহম্মেদ (২০) ও একই এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম সাম্মির (২০)।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডলসহ বাদশাকে গ্রেফতার করা হয়।
এরপর একই এলাকা থেকে ২ (দুই) কেজি গাঁজাসহ হৃদয় ও জাহিদুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।