রাজধানীর দক্ষিণ কমলাপুরে একটি মেস থেকে মজিবর রহমান সায়মন (২৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সায়মন তিতুমীর কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এদিকে আত্মহত্যার আগে বিকেল ৩টি ৫৪ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সায়মন। সেখানে আত্মহত্যা করতে করতে যাচ্ছেন বলে ইঙ্গিত দেন।
জানা যায়, মৃত মজিবর রহমান কুমিল্লা জেলার লাকসাম উপজেলার এস এম ইসহাক মিয়ার ছেলে। রাজধানীর দক্ষিণ কমলাপুর সরদার কলোনীর একটি মেসে তিনি থাকতেন।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পুলিশ সংবাদ পেয়ে ওই মেস থেকে সায়মনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।