শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফের রাজধানীতে রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে দমকল বাহিনীর চারটি ইউনিট

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর ওয়ারীতে আবারও একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ওয়ারীর একটি ভবনের দ্বিতীয় তলায় পেশওয়ারাইন নামক রেস্তোরাঁয় এ আগুন লাগে। দমকল বাহিনীর গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সোয়া দশটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে দমকল বাহিনীর চারটি ইউনিট রেস্তোরাঁটিতে গিয়ে ষোলো মিনিটের প্রচেষ্টায় অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রেস্তোরাঁটির কিচেন হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৪ জন প্রাণ হারান।এতে দগ্ধ অনেকে এখনও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত