নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সত্যের পথে অবিরাম যাত্রা শ্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে জয়যাত্রা টেলিভিশন এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দুপুর ১২ টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভা কক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী
কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম
রব্বানী সরকার বিশেষ অতিথি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ
রুহানি, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ মজনু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন,ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন ও ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।