শাহিনুল ইসলাম লিটন কুড়িগ্রাম
৮টি দলে অংশ গ্রহনে নকআউট পদ্ধতিতে অনুষ্টিত হচ্ছে।তার ধারাবাহিকতায় আজ বিকেল ৪ ঘটিকায় প্রধম সেমিফাইনাল খেলাটি অনুষ্টিত হয়। উক্ত খেলাটিতে রংপুর তোতা স্পোটিং ক্লাব বনাম ভূরুঙ্গামারী ফুটবল একাডেমি অংশগ্রহন করেন।খেলাটি প্রথম আর্দ্ধে গোল শূন্য থেকে যায়। দ্বিতীয় আর্দ্ধে ১৬ মিনিটে ভূরুঙ্গামারী টিমের টিমের মিট ফিল্টার সজিবের বানানো বলে রাইড উইন ১৬ নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার মিটুর রংপুরের রক্ষনভাগ কে বোকা বানিয়ে বাম পায়ের বাকানো কিকের মধ্যমে ১গোল করে নিজের দলকে এগিয়ে নেন। তাই খেলাটি ১_0 গোলে ভূরুঙ্গামারি জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করেন। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন লালমনি হাটের অভিঙ্গ রেফারি আনোয়ার ঢালী। সহযোগি রেফারি হিসাবে ছিলেন কামরুজ্জামান ও বদরুল ইসলাম। ধারাভাষ্যকতায় ছিলেন সুমন বসুনিয়া।