রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসুন বৃক্ষরোপন করি দেশকে দুর্যোগের হাত থেকে রক্ষা করি” এই স্লোগানকে সামনে রেখে আমরাই বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগ আজ শনিবার সারাদিন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার শাপলা কিন্ডার গার্ডেন,ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়,নাপিতের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়,নাদের হোসেন শিশু নিকেতন,বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ,উদাখালী মডেল কলেজ,গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপন কর্ম সূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষ রোপন করেন এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমরাই বাংলাদেশ সংগঠনের ফুলছড়ি শাখার সভাপতি মোঃ রিপন মিয়া,সাধারন সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ।সহ-সভাপতি মোঃ শাকিল মিয়া, কোষাধ্যক্ষ আশিকুর সহ স্কুল গুলির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক সহ,সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আজ এই কর্মসূচীর আওতায় উপজেলার উদাখালী ইউনিয়নের ১০ টি স্কুল প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্য ইউনিয়নের স্কুল গুলিতেও একই কর্মসূচি হাতে নেওয়ার কথা আছে বলে সংগঠনটির সভাপতি নিশ্চিত করেছেন।