রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি জননেতা মাহমুদ হাসান রিপন এর নির্দেশনায় ও নিজ অর্থায়নে আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগ ফুলছড়ি উপজেলা শাখা’র আয়োজনে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সাধারণ জনগনের মাঝে মাস্ক ও সতর্কতা মূলক লিফলেট বিতরন করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ,সাধারণ সম্পাদক এ্যাডঃ নুরুল আমিন সহ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তারা জন সাধারণকে আতঙ্কিত না হয়ে বা গুজবে কান না দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহবান জানান এবং সবাইকে সবসময় পরিষ্কার পরিছন্ন থাকার জন্য বলেন।