ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিচারণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবন্ধু এফসি নাইট লীগ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ফুলছড়ি ক্রিকেটার্সের আয়োজনে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সহযোগিতায় সোমবার (০৬ জানুয়ারি) রাতে উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু এফসি নাইট লীগ ২০২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি।
ফুলছড়ি ক্রিকেটার্সের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, ফুলছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির দপ্তর সম্পাদক ড. রুহুল আমিন, ফুলছড়ি ক্রিকেটার্সের স্থায়ী সদস্য আশিকুর রহমান মুন, ফুলছড়ি ক্রিকেটার্সের সভাপতি আতিকুর রহমান শান্ত সহ ফুলছড়ি ক্রিকেটার্সের সকল সদস্যবৃন্দ। খেলায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৬ টি দল অংশ গ্রহণ করবে।