মার্চ ২৪, ২০২৩ ১২:৪৪ সকাল



ফুলছড়িতে নিম্ন আয়ের ও দিন মজুর মানুষদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

৩০/০৩/২০২০

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় সারাদেশের ন্যায়
নিম্ন আয়ের ও দিন মজুর মানুষদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ।চীন থেকে শুরু হয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।রূপ নিয়েছে মহামারীতে।আর এ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে কৃষিজীবী মানুষ।এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন শ্রমজীবি মানুষের খাদ্য সংস্থানের ঘোষনা দিয়েছেন।সে ঘোষনার অংশ হিসেবে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি ছুটছেন ফুলছড়ি
উপজেলার চেয়ারম্যান ও
ইউএনও।

আজ সোমবার রাতে ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা হিসাবে নিম্নআয়ের হতদরিদ্র লোকজনের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন,উপজেলার মহিলা ভাইচ-চেয়ারম্যান আঞ্জুমনোআরা বেগম মেরি, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী,উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও পিআইও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় তারা সবাইকে বলেন, দুর্যোগ চলাকালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।সবাই সকলকে সরকারী নির্দেশনা মেনে যার যার বাড়ির ঘরে অবস্থানের আহবান জানান এবং কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলেন।সবাইকে সবসময় পরিষ্কার পরিছন্ন থাকতে বলেন।



Comments are closed.

      আরও নিউজ