রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে বিভিন্ন পেশার কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত ফুড ব্যাংকে বিভিন্ন ব্যক্তি সংগঠনে অনুদান প্রদান করেছে। আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ফুড ব্যাংকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অনুদান গ্রহণ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন।
ফুড ব্যাংকে ফুলছড়ি চাউল কল মালিক সমিতি দিয়েছেন ২০ হাজার টাকা,
ফুলছড়ি উপজেলার বিশিষ্ট ঠিকাদার জি. এম সোহেল পারভেজ দিয়েছেন ২০ হাজার টাকা,ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত ৩য় -৪র্থ শ্রেণির কর্মচারীগন বৈশাখী ভাতার অংশ থেকে দিয়েছেন ১০ হাজার টাকা,আব্দুর রশিদ বিদ্যুৎ দিয়েছেন ২শ’ ৪০ কেজি আলু,৫০ কেজি ডাল ও ১শ’ কেজি লবন,গোলাম মোস্তফা কামাল পাশা দিয়েছেন ২শ’কেজি চাল,২শ’ কেজি আলু এবং ১শ’ কেজি লবন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন বলেন,ফুলছড়ি উপজেলার মোট জনসংখ্যার একটা বড় অংশ অকৃষি পেশায় নিয়োজিত।যাদের মধ্যে রিকশা-ভ্যানচালক,রেস্টুরেন্ট শ্রমিক,নৌকা শ্রমিক ও দিনমজুর বেশী হওয়ায় এ সময়ে তারা বেকার হয়ে পড়েছেন।মূলত এ শ্রেনির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের জন্য আমরা ফুডব্যাংক সৃষ্টির উদ্যোগ নিয়েছি।যাতে করে সরকারী সহায়তার পাশাপাশি এলাকার জনদরদী এবং বিত্তবান মানুষজন সহায়তা করতে পারেন।এ পর্যন্ত সর্বস্তরের জনগনের মধ্য থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।আশাকরছি,এ উদ্যোগ প্রাকৃতিক দূর্যোগপ্রবণ ফুলছড়ির জনগণের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও কাজ করবে।