জুন ৯, ২০২৩ ১১:১৮ বিকাল



ফুলছড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে অবহিতকরণ সভা

 

রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২০১৯ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মহিলা প্রধান পরিবারের বাড়িঘর পুননির্মাণ/মেরামতের জন্য নগদ অর্থ ও দ্রব্য সামগ্রী সহায়তা কর্মসূচি প্রদানের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনডিপি বাংলাদেশের ডিআরআরএফ প্রকল্পের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে বুধবার (২৭ নভেম্বর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন। বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. অর্ধেন্দু শেখর রায়, ইউএনডিপি’র প্রতিনিধি আরিফ আব্দুল্লাহ খান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মন্ডল, এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক প্রমুখ।

সভায় জানানো হয়, ইউএনডিপির মাধ্যমে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের ৬’শ পরিবারের মাঝে নগদ অর্থ ও দ্রব্যসামগ্রী সহায়তা বাবদ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার মহিলা খানা প্রধানের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার সহায়তা প্রদান করা হবে।



Comments are closed.

      আরও নিউজ