রিপন মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং সাসটেইনড অপারচুনিটিস ফর নিউট্রিশন গভর্নেন্স (সঙ্গ) প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (০৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, সঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ মাহবুবার রহমান হীরক, টেকনিক্যাল অফিসার আরফিনা আকতার, রফিকুল ইসলাম প্রমুখ।