মার্চ ২৪, ২০২৩ ১২:২৭ সকাল



ফুলছড়িতে করোনায় কর্মমহীনদের ইউএনও’র ফুড ব্যাংক থেকে খাদ্য সহায়তা

 

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে অঘোষিত লকডাউনে বিভিন্ন পেশার কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ইউএনও’র নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক দল ও ফুড ব্যাংক থেকে কর্মহীন শ্রমজীবিদের নিত্যপণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ,ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন,ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী,আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী রঞ্জু আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু এবং এলাকার সকল স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ