রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় করোনাভাইরাস সংক্রমণরোধে অঘোষিত লকডাউনে বিভিন্ন পেশার কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ইউএনও’র নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবক দল ও ফুড ব্যাংক থেকে কর্মহীন শ্রমজীবিদের নিত্যপণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জি এম সেলিম পারভেজ,ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন,ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী,আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী রঞ্জু আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু এবং এলাকার সকল স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।