রাস্তাটা অনেক ব্যস্ততম তার উপর রাস্তার বেহাল দশা।কারো কথাই শুনতেছেনা ইচ্ছা মতো চলছে এই ট্রাক্টর গুলো।মাঠি যাচ্ছে ইট ভাটায়।
কুড়িগ্রাম-উলিপুর মেইন রোডের সাইড রোড।দূর্গাপুর থেকে মিনাবাজার যেতে রেলগেট পার হয়ে পশ্চিম দিকে রাস্তা ঢুকেছে সেখানে একটি সাইর্নবোড লেখা আছে কাগজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই রাস্তাটি।