বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

প্রয়াত গীতিকার ও ভাওয়াইয়া জাদুকর নীলকমল মিশ্রের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধিঃ
আজ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর আব্বাস উদ্দিন মঞ্চে
বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির আয়োজনে স্মরণসভা,গুণীজন সংবর্ধনা ও ভাওয়াইয়া আসর অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণসভা অনুষ্ঠানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুরের সভাপতি ইন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও বিশিষ্ট সাহিত্যিক মোঃ এমদাদুল হক প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পশ্চিমবঙ্গ ভারতের বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও সংগঠক রামকুমার বর্মন।
সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন,
পশ্চিমবঙ্গ ভারতের সিকিম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার বর্মন।
লালমনিরহাটের প্রবীণ ভাওয়াইয়া শিল্পী ও সংগঠক তরুণি কান্ত রায়।
কছিম উদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মমিন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত গীতিকার ভাওয়াইয়া যাদুকর নীলকমল মিশ্রের প্রতিকৃতিতে পুষ্প মাল্য প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও একাডেমি সংশ্লিষ্ট সকলে।
এরপর প্রয়াত গীতিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন।
স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভার অনুষ্ঠানিকতা শুরু করেন
বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক
ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা।
কছিমদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি
মাহবুবুর রহমান মমিন।
বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ ভারতের সংগঠক ও ভাওয়াইয়া শিল্পী রামকুমার বর্মন।
নীলকমল মিশ্র স্মৃতি সম্মান গুণীজন সংবর্ধনা ২০২৩ প্রদান।
ভাওয়াইয়া আসরের শুরুতে প্রয়াত গীতিকারের স্মরণে নিজের লেখা গান পরিবেশন করেন
অনুষ্ঠানের বিশেষ অতিথি রামকুমার বর্মন।
এছাড়াও গান পরিবেশকরেন,
প্রিয়াংকা রায়, দিপক রায়,দিপ্তী রানী,তরনী কান্ত রায়,সুরভী রানি রায়,জুলিয়াস রহমান,আমিনুল ইসলাম,ড.জয়ন্ত কুমার রায়।প্রয়াত গীতিকার ও ভাওয়াইয়া জাদুকর নীলকমল মিশ্রের প্রথম মৃত্যু বার্ষিকী পালন
মানবেন্দ্র রায়ের রচনায় স্মৃতিচারণ মূলক সমবেত কন্ঠে গান পরিবেশন করেন
জিতেন্দ্র নাথ রায়,শাহ আলম সরকার,শ্রাবনী রায়,উৎস,আমিনুল ইসলাম ও শাহিনুল ইসলাম লিটন।
অনুষ্ঠানের শেষে প্রয়াত গীতিকারের স্মৃতিচারণ করে তার লেখা দ্বৈত্য কন্ঠে গান পরিবেশন করেন
ভূপতি ভূষণ বর্মা ও সুরভী রানী রায়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,
ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভাওয়াইয়া ভাস্কর
ভূপতি ভূষণ বর্মা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন,
কুমার বিশ্বজিৎ বর্মন ও খন্দকার এনামুল হক ইনু।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,
সিকিম কুমার জয় ও সুজন রায়

সম্পর্কিত