মার্চ ২৪, ২০২৩ ৫:৩৭ বিকাল



প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো ঘোষনায় কুড়িগ্রাম হেলথ এসিসট্যান্ট’র আনন্দ র‌্যালি

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম : ১০-১০-১৯
আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল এলায়েন্স অব ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন (গ্যাভী) কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করেছে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যালিটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সংগঠনের সভাপতি স্বাস্থ্য সহকারি সফিউর রহমান, সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারি আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার সকল সাস্ব্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।#



Comments are closed.

      আরও নিউজ