নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের আয়োজনে ০৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি: বিকাল ৩ টায় একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রখ্যাত গীতিকার ভাওয়াইয়া জাদুকর নীলকমল মিশ্রের ৭২ তম জন্মোৎসব। এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক, লেখক, কবি, গীতিকার ও নাট্যকার,
নাজমুল হুদা পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সম্পাদক, পানকৌড়ি সাহিত্য অঙ্গন, চিলমারী মঞ্জুরুল আহসান। ভাওয়াইয়া একাডেমির সভাপতি জনাব মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূপতি ভূষণ বর্মা, জগৎ পতি বর্মা ও অতুল কৃষ্ণ রায়। অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠিত হয় সংগীতাঞ্জলি। এতে অংশগ্রহণ করেন ভূপতি ভূষণ বর্মা, জগৎপতি বর্মা, প্রিয়াংকা বর্মা জুঁই, মোঃ শাহ আলম খন্দকার, জিতেন্দ্র নাথ রায়, একাডেমির শিক্ষার্থী উৎস,উত্তম, শ্রাবণী ও সাথী।
বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলেন জগৎ পতি বর্মা,অধীর চন্দ্র বর্মা, সিদ্ধার্থ শংকর রায়,যোগেন্দ্র নাথ বর্মন ও জিতেন্দ্র নাথ রায়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃষ্ণ কমল বর্মন ।
সংগীত পরিচালনায় ছিলেন ভূপতি ভূষণ বর্মা।
অললাইন সম্পাদনায় ছিলেন সুজন রায় ও উৎস।