মার্চ ২৫, ২০২৩ ১০:৫৫ বিকাল



পোশাক কারখানা ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএ’র

স্টাফ রিপোর্টার মোঃ মাহিদুল হাসান (মাহি)
করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে আগামী ১১-০৪-২০২০ ইং তারিখ পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
শনিবার (৪ এপ্রিল) রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় পোশাক কারখানা মালিকদের প্রতি এ অনুরোধ জানান বিজিএমইএ এর সভাপতি ড. রুবানা হক।
এর আগে সরকার সাধারণ ছুটি বাড়িয়ে ১১-০৪-২০২০ ইং তারিখ পর্যন্ত করলেও পোশাক কারখানাগুলোর ছুটি বাড়ানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি এই খাত সংশ্লিষ্ট সংগঠনগুলো। এমন অবস্থায় কারখানা মালিকদের প্রতি এই আহ্বান করা হলো।
উল্লেখ্য, এর আগে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ৪ এপ্রিল পর্যন্ত সকল পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিজিএমইএ,বিকেএমইএ, বিটিএমইএসহ পোশাক খাতের অন্যান্য সংগঠনগুলো।



Comments are closed.

      আরও নিউজ