রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

পুলিশ ইশরাককে খুঁজে না পেয়ে তার ছোট ভাইকে নিয়ে গেছে

নিউজ ডেস্ক:

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টা থেকে গুলশান-১ এর ইশরাকের বাসায় তল্লাশি চালাচ্ছে ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে।

প্রসঙ্গত, ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

সম্পর্কিত