শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পুরনো পেশায় ফিরবেন সদ্য সাবেক রেলমন্ত্রী

 

নিউজ ডেস্ক : টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন মন্ত্রীসভায় জায়গা হয়নি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘মন্ত্রী না হলেও আমি চারবারের এমপি (সংসদ সদস্য)। জনগণের জন্য আগে যেভাবে কাজ করতাম, এখনো সেভাবেই কাজ করব। এ ছাড়া আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। মন্ত্রী হওয়ায় এত দিন ওকালতি পেশায় সময় দিতে পারিনি। এখন আবার পুরনো পেশায় ফিরে যাব।’

বৃহস্পতিবার এসব কথা বলেন। তিনি বলেন, ‘সুন্দর মন্ত্রিসভা হয়েছে। যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা প্রত্যেকেই যোগ্য, দীর্ঘদিনের পরীক্ষিত এবং পোড়-খাওয়া নেতা।’

 

টানা চারবারের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ে হেরে যান। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন। এরপর তিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সম্পর্কিত