বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পুনরায় হ্যাটট্রিক করলেন লালমনিরহাট ২ আসনের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট প্রতিনিধিঃ

পুনরায় হ্যাটট্রিক করলেন লালমনিরহাট ২ আসনের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে (আদিতমারী-কালীগঞ্জ) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি।

রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মোট ভোটার ছিল চার লাখ দুই হাজার চৌত্রিশ জন। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আদিতমারি কালীগঞ্জের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন আমি বিগত দিনে যে উন্নয়ন করেছি আমার এই এলাকার লোক নৌকায় ভোট দিয়ে আমাকে কৃতার্থ করেছে। আমি আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ
জানান লালমনিরহাটে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত