সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

পীরগাছা উপজেলার অজানা তথ্য

মোঃ রাজু মিয়া।রংপুর : রংপুর মহানগরের পূর্বে অবস্থিত পীরগাছা উপজেলা। পীরগাছার উত্তরে কাউনিয়া ও রাজারহাট উপজেলা, পূর্বে তিস্তা নদী ও রাজারহাট ও উলিপুর উপজেলা , দক্ষিণে- মিঠাপুকুর উপজেলা – ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা।

প্রশাসনিক এলাকাঃ

রংপুর মহানগর থেকে পীরগাছা উপজেলা শহরের দূরত্ব প্রায় ২১ কিঃমিঃ। এই উপজেলাটি মোট ৯ টি ইউনিয়নে বিভক্তঃ

কল্যাণী ইউনিয়ন;

পারুল ইউনিয়ন;

ইটাকুমারী ইউনিয়ন;

অন্নাদানগর ইউনিয়ন;

ছাওলা ইউনিয়ন;

তাম্বুলপুর ইউনিয়ন;

পীরগাছা ইউনিয়ন;

কৈকুড়ি ইউনিয়ন;

কান্দি ইউনিয়ন।

এই উপজেলায় তিনটি রেল স্টেশন আছেঃ

চৌধুরাণী রেল স্টেশন

পীরগাছা রেল স্টেশন

অন্নদানগর রেল স্টেশন

ইতিহাসঃ

পীরগাছা উপজেলার নামকরণ নিয়ে লোক মুখে ভিন্ন ভিন্ন কথা শোনা যায়, বেশির ভাগ লোকের মুখে জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন ভবনের পশ্চিমে পীরগাছা টু সরকার’টারি মেইন রোড-এর পাশে অনেক বছর আগে (প্রায় দুইশত বছর)আগে একজন পীর সাহেব ছিলেন। উনি যে স্থানে থাকতেন। সে স্থানে রাতে আলোর ব্যবস্থা করার জন্য একটি বাশেঁর খুটির উপর কুপি রাখতেন। সেই বাশেঁর খুটিকে রংপুরের আঞ্চলিক ভাষায় গছা বলে। পরবর্তীতে কোন এক সময় পীর চলে যাওয়ার পর, তার ব্যবহৃত সেই গছাটি রেখে যায়। তখন সবাই বলতো পীরের গছা। এভাবে কালের আবর্তে এ স্থানটির নাম হয়ে যায় পীরগাছা।

দর্শনীয় স্থানঃ

শ্রী জ্ঞানেন্দ্র নারায়ন রায় জমিদার বাড়ি।

শ্রী জ্ঞানেন্দ্র নারায়ন রায় জমিদার বাড়ি পীরগাছা শহরে অবস্থিত। উপজেলা সদর দপ্তরের পূর্বে ফায়ার সার্ভিস সংলগ্ন, এই জমিদার বাড়িটি অবস্থিত। স্থানীয় লোকজনের কাছে রাজবাড়ি নামেই পরিচিত। প্রায় ৭৫০ একর জমি নিয়ে এ রাজবাড়ি’টির অবস্থান। রাজবাড়ি’কে ঘিরে এখানে একটি বড় বাজার হয়েছে, স্থানীয় লোকজন এটাকে পাকারমাথা বাজার নামে চিনে থাকে। রাজবাড়ি’টির জমিদার শ্রী জ্ঞানেন্দ্র নারায়ন রায় দেশ বিভাক্তির সময় কলকাতায় চলে যায় সেই থেকে পরিত্যাক্ত হিসাবে অযত্নে পরে আছে এই জমিদার বাড়িটি। এই উপজেলাতে দেবী চৌধুরাণীর জন্মভূমি। পীরগাছা শহর থেকে প্রায় আট কিঃমিঃ দক্ষিনে, দেবী চৌধুরানীর নামে একটি বড় বাজার গড়ে উঠেছে, যার নাম চৌধুরানী বাজার, উপজেলার সবচেয়ে বড় চারটি বাজারের মধ্যে এটি একটি, পীরগাছা শহরের পরে এই বাজারটি দ্বিতীয় ব্যস্ততম বাজার।

সম্পর্কিত