নিউজ ডেক্স,
বর্তমান সময়ে বিশ্ব মাঝে এক মূর্তমান আতংকের নাম করোনা ভাইরাস।বিশ্ব মাঝে প্রানঘাতী এই ভাইরাসের আক্রমনে প্রাণ হারাচ্ছে হাজার-হাজার মানুষ।আর এই ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় হচ্ছে মাস্ক পরিধান করা,বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করা,হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করা,হ্যান্ড গ্লাভস ব্যাবহার করা।তারই ধারাবাহিকতায় মুরাদনগর উপজেলা ছাত্রলীগলর যুগ্ম আহ্বায়ক পি,সি,ডি পলাশের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম সাহেবের নিকট ও মুরাদনগর উপজেলা তথা বিভিন্ন ইউনিয়নের অলি-গলিতে মাস্ক,ডেটল সাবান,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের উপদেষ্টা,কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেকলীগের অন্যতম সদস্য সোহেল রানা,আরেক উপদেষ্টা নাজমুল হাসান,বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমেদ জয়,উক্ত সংগঠনের সহ-সভাপতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন,সদস্য শুকলাল দেবনাথ,দেলোয়ার আহমেদ,কামরুল হাসান,অংকিত ঘোষ,সাজিদ আহমেদ,সুজন সুব্রত সহ আরো অনেক।