মার্চ ২৪, ২০২৩ ১২:২১ সকাল



পিঠা মেলা ২০২০ সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চও্বরে উলিপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় সামাজিক ও স্বেছাসেবী সংগঠন প্রবার আয়োজনে তিন (৩) দিনের পিঠা মেলার আজ ছিল সমাপণী দিন।উক্ত পিঠা মেলার সমাপণী দিনের আলোচনা সভায় প্রবার মহাসচিব আসাদুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য দেন,উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃমোয়াজ্জেম হক।
এছাড়াও বক্তব্য দেন,প্রাক্তন সিভিল সার্জন এস এম আমিনুল ইসলাম।
আলোচনা সভার পরেই শুরু হয় নাটিকা “ইভটিজিং” নাটিকাটি মার্তিছায়া স্কুলের চেয়ারম্যান অনিকেত মাসুমের নির্দেশনায় ও মার্তিছায়া স্কুলের পরিচালক কান্চন বর্মার পরিচালনায় নাটিকাটি পরিবেশন করেন,মার্তিছায়া স্কুলের শিক্ষার্থী বৃন্দ।
শেষে মিজানুর রহমানের পরিচালনায় বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।



Comments are closed.

      আরও নিউজ