জুন ২, ২০২৩ ২:০৮ বিকাল



পাবনা সাঁথিয়ায় ব্র্যাকের-UPG প্রোগ্রাম এর উদ্যোগে ১০০পরিবারকে খাদ্য সহায়তা ও এলাকার রাস্তায় জীবানুনাশক স্প্রে কার্যক্রম অনুষ্ঠিত


প্রতিনিধি মোঃ মাহিদুল হাসান (মাহি)
করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধ করতে ব্র্যাক-UPG প্রোগ্রাম সাঁথিয়া,পাবনা শাখার উদ্যোগে রামচন্দ্রপুর,দাড়ামুদা,জোড়গাছা, হাপানিয়া,গোপালপুর,ধোপাদহ,ও হলুদঘর গ্রামে সামাজিক ৩ফুট দূরত্ব বজায় রেখে চলার জন্য গ্রামবাসীর মধ্যে জনসচেতনতা তৈরী করা হয় সেইসাথে কর্মহীন ব্র্যাকের সদস্য ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ও সাঁথিয়া এলাকায় বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃআব্দুল মোমিন, শাখা ব্যাবস্থাপক-UPG ২-০৪-২০২০ইং তারিখ রোজ বৃহস্পতিবার তিনি এসময় বলেন যতদিন পর্যন্ত এই জরুরী অবস্থা থাকবে ততদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপস্থিত ছিলেন
এস,এম,আশিকুজ্জামান, কর্মসূচি সংগঠক -UPG
মোঃনুরুল আমীন, কর্মসূচি সংগঠক -UPG
পৌলমী সানজানা, কর্মসূচি সংগঠক -UPG
নাজমীন নাহার মিলু, কর্মসূচি সংগঠক -UPG
এছারা আরও উপস্থিত ছিলেন অত্র গ্রামের সাধারন জনগন।



Comments are closed.

      আরও নিউজ