পাবনা র্যাব ১২সিপিসি টু অভিযান চালিয়ে দুইটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আবুল কাশেম নামে ১ অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবুল কাশেম সদর থানার ভাড়ার ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেচা করে আসছিলেন। আজ শনিবার বিকেলে অস্ত্র ব্যবসায়ী কাশেম বেশ কিছু অস্ত্র নিয়ে কুষ্টিয়া হয়ে ভাড়ারার পদ্মা নদী পার হয়ে তার নিজ গ্রামে আসছিলেন। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব তাৎক্ষণিক অভিযান চালায় ওই এলাকায়। এ সময় কাশেমকে আটক ও তার দেহ তল্লাশী করে কোমর থেকে ১ টি শাটারগান ও ১ টি পিস্তল এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।