মার্চ ২৩, ২০২৩ ১:৫১ বিকাল



পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগীয় রোভার মেট কোর্স ।।

আশিক সিমান্ত, পাবনা সংবাদদাতা

উক্ত কোর্স চলবে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।।

রাজশাহী বিভাগের ৮ টি জেলার বিভিন্ন শিহ্মা প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন রোভার এই কোর্সে অংশ গ্রহণ করেছে।।

তাদের এই কোর্সে আসার মূল কারণ তারা সুনাগরিক, দেশ ও মানুষের সেবাই নিজেকে নিয়জিত রাখতে চাই।।

প্রশিক্ষকগন তাদের উদ্দেশ্যে বলেন যদি নিজেকে সঠিকভাবে গড়তে পারো তাহলে সাধারণ মানুষের চেয়ে তোমরা হবে সবার সেরা।।।এই কোর্সে ৫ দিন ধরে তোমাদের বিভিন্ন কাজে পারদশী করে তুলা হবে।।এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের জীবনের একধাপ এগিয়ে যাবে যা জীবনের অনেক সময় অনেক জাগায় এই গুলো তোমাদের অনেক উপকারে আসবে।।

শিক্ষার্থীদের বলেন পড় পড় পড় তার পর রোভারিং করো।।
তাদের পড়াতে বেশি গুরুত্ব দিতে বলা হইয়েছে।। পড়াশুনা ঠিক রেখে তাদের রোভারিং করতে বলেছেন।।



Comments are closed.

      আরও নিউজ