২৪ -২০২০ইং – সোমবার।
বিএনপিপি নিউজ -সাংগঠনিক কর্মসূচি সফল বাস্তবায়নে আগামী দিনের দলকে ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ কতিপয় সিদ্ধান্ত বিষয়ে পাবনা জেলা প্রচার দল-বিএনপিপি’র আলোচনা করেন
পাবনা_জেলা_প্রচার_দলের উপদেষ্টা
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক,
পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান।
তিনি বলেন প্রচার দলের সক্রিয় কর্মকান্ড খুবই সন্তোষজনক বিশেষ করে পাবনা জেলা প্রচার দল-বিএনপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
পাবনা জেলা প্রচার দল-বিএনপিপি’র এই উপদেষ্টা বলেন, আমার পরামর্শ থাকবে গ্রুপিং রাজনীতিরর উর্দ্ধে উঠে নিরপেক্ষ ভাবে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে,দেখতে হবে শহীদ জিয়ার স্লোগান আছে কিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে আলোচনা করছে কিনা এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যারা কাজ করবে তাদেরকে নিয়েই প্রচার-প্রচারণা করতে হবে।
বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল প্রশংসনীয় দলীয় কর্মকান্ড তুলে ধরতে হবে পাবনাসহ সারাদেশবাসীর নিকট।
একতরফা রাজনীতি বা প্রচার করা চলবে না।
মনে রাখতে হবে প্রচারদল সকলের,প্রচার দল বিএনপির ।
তিনি প্রচার দলের সার্বিক সাফল্য কামনা করেন ও আগামী রমজান মাসের ১ম সপ্তাহে পাবনা জেলা প্রচার দলের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল করার সিন্ধান্ত গ্রহন করে সকলকে তা বাস্তবায়নে জোর তাগিদ প্রদান করেন।