মার্চ ৩১, ২০২৩ ১১:৫৮ সকাল



পাবনায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ১

 

কাজী তানভীর : পাবনার সাঁথিয়া উপজেলায় সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহতের নাম শাহীন আলম ওরফে আশিক (৩৫)। সে উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারু ব্যাপারীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে গত রাতে ২টার দিকে পাবনার ডিবি পুলিশ ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায় ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আশিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ, একটি চাকু, এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।



Comments are closed.

      আরও নিউজ