জুন ৭, ২০২৩ ১:০১ সকাল



পান্ডুলে ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

শাহিনুল ইসলাম লিটন, কুড়িগ্রাম

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজানে ‘বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৯’ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
আজ বিকেল চার ঘটিকায় চন্ডিজান জয়বাংলা স্প্রোটিং ক্লাব কৃর্তক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ দূর্গাপুর দেশবন্ধু ফুটবল একাদশ বনাম দূর্গাপুর সরকার পাড়া ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।খেলাটি ৫০ মিনিটের নির্ধারিত সময়ের মধ্যে খেলায় হলে ১-০ গোলে দূর্গাপুর দেশবন্ধু ফুটবল টুর্নামেন্ট জয়লাভ করে।খেলা শেষে রানার আপ ১ টি খাসি ও চ্যাম্পিয়ন দলকে ২ টি খাসি তুলে দেন অতিথি বৃন্দ।
খেলায় দূর্গাপুর বাজার দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব,
রবিউল ইসলাম রবির সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ পান্ডুল ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব,
সুধাংশু পাল।বিশেষ অতিথি হিসাবে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল মজিদ,জনাব,
জমির উদ্দিন বাচ্চু, ৯ নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার জনাব,
আব্দিল হাকিম প্রমূখ।সার্বিক সহযোগিতায় জনাব,
এরশাদুল হক এরশাদ।ধারাবিবরনীতে ছিলেন জনাব,
মাইদুল ইসলাম।
খেলাটির প্রধান রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহ্ফুজার রহমান ও সহকারী হিসেবে ছিলেন মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, কুড়িগ্রামের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও আলামিন সরকার।



Comments are closed.

      আরও নিউজ