মোঃ ওয়ালীউল্লাহ হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ারমোড় এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সৈকত (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তার পেছন দিক থেকে আসে। হেডফোন থাকার কারণে ট্রেনের হORN শোনেনি সে। ফলে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।