মোঃ ওয়ালীউল্লাহ হাসান জয়পুরহাট প্রতিনিধি :পাঁচবিবি তে মেসির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় পাঁচবিবি কামদিয়া রোডে দানিজপুর নামক স্থানে মোটরসাইকেল যোগে দুধের ব্যবসায়ী দুধ নিয়ে পাঁচবিবি তে আসার সময় দানিজপুর নামক স্থানে এসে মেসির সঙ্গে এক্সিডেন্ট হয় ঘটনাস্থলে দুধ ব্যবসায়ী মাহবুবুল আলম নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন জানা যায় জয়পুরহাট জেলার উপজেলায় কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামে তার বাড়ি তার নাম মাহবুবুল আলম পিতার নাম মোজাহার আলী ঘটনাস্থলে পাঁচবিবি থানার এস আই সোহেল রানা উপস্থিত হয়ে ঘটনাত তদন্ত করেন এ সময় তিনি বলেন আমরা লাস্ট ময়না তদন্তের জন্য মর্গে পাঠাবো এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে