মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামাই শশুর সহ ৬ জন মনোনয়ন দাখিল

মোঃ গোলাম মোরশেদ:স্টাফ রিপোর্টার,জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আপন শশুর জামাই সহ ৬ জন চেয়ারম্যান পদে ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ ২১ এপ্রিল রোজ রবিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ অনলাইন মাধ্যমে জমা দেন বলে যানান পার্থীরা। ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে এই উপজেলা পরিষদ নির্বাচন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু, বর্তমান ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ সাবেকুন নাহার শিখা। এদের মধ্যে আবু বক্কর সিদ্দিক মন্ডল ও সুমন চৌধুরী আপন জামাই শশুর প্রতিদন্ধতা করায় সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম তালুকদার, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, কুসুম্বা ইউনিয়নের সাবেক সদস্য অহিদুজ্জামান অহিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, সাবেক জেলা পরিষদের সদস্য রোকেয়া সুলতানা, তামান্না বেগম ও মৌসুমী আক্তর।
তফসিল ঘোষণা অনুযায়ী ২৩ এপ্রিল মনোনয়ন বাছাই। ২৪/২৬ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল। আপিল নিস্পত্তি ২৭/২৯ এপ্রিল। পার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৩০শে এপ্রিল।
প্রতিক বরাদ্দ ২ মে ভোট গ্রহণ ২১ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব, আব্দুল রউফ জানান, উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন। মহিলা ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন এবং তৃতীয় লিংঙ্গের ভোটার ০৩ জন।

সম্পর্কিত