মোঃ গোলাম মোরশেদঃপাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি ব্যাচের ০২ কৃতি শিক্ষার্থীর এবারে ২০২৩-২০২৪ এম.বি.বি.এস শিক্ষাবর্ষের মেডিকেলে চান্স হয়েছে। মোছাঃ সাবিহা মাহারিন, নিলফামারী মেডিকেল কলেজ তিনি সড়াইল গ্রামের মোঃ মুনিরুল ইসলাম তালুকদার হেলাল ও মোছাঃ পরি বানুর কৃতি সন্তান।
অপর জন একই গ্রামের
মোঃ হাসিব মাহমুদ সরকার, ময়মনসিংহ মেডিকেল কলেজ। একই গ্রামের মোঃ রুহুল আমিন সরকার নওশা ও অত্র সড়াইল উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষিকা মোছাঃ হাসিনা বানুর কৃতি সন্তান।
২০২৩-২০২৪ এম.বি.বি.এস শিক্ষাবর্ষের চান্স প্রাপ্ত ০২ জনসহ এই বিদ্যালয় থেকে মোট ০৯ জন কৃতি শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান, ও অত্র ইউনিয়নের জনবান্ধব চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী (পিন্টু) মেডিকেলে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।