শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ৩২ প্রহরব্যাপী হরিবাসর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জয়পুরহাট সংবাদদাতা:জয়পুরহাটের পাঁচবিবিতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্তন(হরিবাসর)অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে পৌরসভারসহ উপজেলার ৭৪টি মন্দিরের সভাপতি/ সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা-২০২৪ কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয় । শনিবার দুপুরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে সম্পাদক সুবাস কুমার দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামল কুন্ডু । ধর্মীয় বক্তব্য রাখেন, হরিবাসর উদযাপন কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা , সম্পাদক ১,বাঁধন কুন্ডু, সম্পাদক ২,দুলু গোয়ালা ও সম্পাদক ৩, স্বপন কুমার বসাক। আরো বক্তব্য রাখেন, বিদ্যুৎ চন্দ্র বর্মন ,অমুল্য কবিরাজ, গোপাল দেবনাথ, বিরেন্দ্রনাথ বর্মন, উপদেষ্টা বাবু সুনীল রায় ও বাবু সুনীল কুমার কুন্ডু প্রমুখ । এ সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, জাহিদুল আলম বেনু, আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেকুন নাহার শিখা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেকুল ইসলাম বকুল, ফরহাদ আলম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি ও মোছাঃ রেবেকা সুলতানা দোয়া ও আশীর্বাদ চেয়ে বক্তব্য রাখেন।

সম্পর্কিত