আকতার হোসেন বকুল, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের গরীব কৃষক হাফিজারের কলেজ পড়–য়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে চাকরীর জন্য টাকার প্রয়োজন বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে ভন্ড প্রতারক প্রেমিকের বিরুদ্ধে। প্রতারক প্রেমিক একই গ্রামের আমেজ উদ্দিনের ছেলে নওশাদ আলী। মামলার তথ্যানুযায়ী ও মেয়ের পরিবারের লোকজন বলেন, আমাদের মেয়ে পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি এনজিওতে চাকুরী করত বখাটে নওশাদ প্রেমের অভিনয় করে নানান অজু হাতে বিভিন্ন সময় মেয়ের নিকট থেকেও বেতনের প্রায় ষাট হাজার টাকা নিয়েছে। মেয়ের বাবা হাফিজার বলেন, চট্রগ্রামে জাহাজ কোম্পানীতে টাকা দিলে চাকরী হবে নওশাদ একথা বললে মেয়ের ভবিষৎ সুখের কথা ভেবে এনজিও থেকে এক লক্ষ বিশ হাজার টাকা লোন করে তার হাতে দেই। প্রতারক আমার মেয়েকে বলে, চাকরী হলে আমি তোমাকে বিয়ে করব। জাহাজ কোম্পানীতে তার চাকরীও হওয়ার পর থেকে মেয়ের সঙ্গে কোন প্রকার যোগাযোগ রাখেনি এবং কয়েক মাস পর অন্য একটি মেয়েকে বিয়েও করেছে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য অনেকের কাছে ঘুরেও ন্যায় বিচার না পেয়ে আমার মেয়ে বাদী হয়ে জয়পুরহাট কোর্টে বিষয়টি নিস্পতির জন্য গত ৯ সেপ্টম্বর/১৯ তারিখে ফৌজদারী মামলা করে। মামলা করার কয়েক দিন পরে থানার পুলিশ এসে সবকিছু শোনে গেছে অনেক দিনত চলে গেল কি হবে জানিনা, তবে অসহায় গরীব কৃষক মেয়ের পরিবার ন্যায় বিচার চায় দ্বায়িত্বশীল ব্যাক্তিদের নিকট থেকে।