জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ ওয়ালীউল্লাহ হাসান পাঁচবিবি তে তিতুমীর ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
জয়পুরহাট জেলার পাঁচবিবি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা তিতুমীর ট্রেন থেকে এক যাত্রী নিচে নামে অপর দিক থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস হরেন বাজালে ওই যাত্রী মনে করে তিতুমীর ট্রেন হর্ন দিচ্ছে এজন্য তাড়াহুড়া করে ট্রেনে ওঠার জন্য পিছনে ঘোরে এমত অবস্থায় অপর দিক থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস এর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় মাথায় আঘাত পায় এবং মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করে মৃত ব্যক্তির পরিচয় সঠিক জানা যায়নি তবে ওই যাত্রী জানাই রাজশাহী থেকে দাওয়াত খেয়ে সৈয়দপুর নিজ বাসার দিকে যাচ্ছিলেন এখন পর্যন্ত তার নাম এবং পরিচয় পাওয়া যায়নি
![](https://uttarbonggersongbad.com/wp-content/uploads/2025/01/IMG_20250126_082343-300x213.jpg)