মোঃ ওয়ালীউল্লাহ হাসান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পাঁচবিবি বারোয়ারি মনৃদির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিহাদ মন্ডল, যুগ্ম সম্পাদক সাঈদ জাফর চৌধুরী সুমন, (প্রস্তাবিত), পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল।