স্টাফ রিপোর্টার,মোঃ গোলাম মোরশেদঃ জয়পুরহাটের পাঁচবিবি জীবনপুুর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার দুপুরে পাঁচমাথা সমিতির অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি সোহরাব হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জিহাদ হোসেন মন্ডল।
বিশেষ অতিথি সোনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সম্পাদক মো.রেজাউল করিম,হাবিবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রামভদ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাশ,রতনপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী ও শ্রীমন্তপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ।
শেষে বিদায়ী প্রধান শিক্ষককে চেক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।