শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,মোঃ গোলাম মোরশেদঃ জয়পুরহাটের পাঁচবিবি জীবনপুুর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার দুপুরে পাঁচমাথা সমিতির অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি সোহরাব হোসেন চৌধুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জিহাদ হোসেন মন্ডল।

বিশেষ অতিথি সোনাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সম্পাদক মো.রেজাউল করিম,হাবিবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রামভদ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাশ,রতনপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী ও শ্রীমন্তপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ।
শেষে বিদায়ী প্রধান শিক্ষককে চেক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সম্পর্কিত