জুন ৯, ২০২৩ ১১:৪১ বিকাল



পশ্চিমবঙ্গ আতঙ্ক ও সচেতনতার মূল্যায়ন

২৪ পরগণা প্রতিনিধি

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কোরোনায় আক্রান্ত ৪৪জন ও মৃত ৬জন আর সুস্থ হয়েছেন ৩জন,  মানুষকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে মানুষের পাশে সরকার আছে, মানুষ শুনে তা শান্তি পেলেও আতঙ্কের খাতায় তাদের নাম যেন অনেক আগে  পশ্চিমবঙ্গে মানুষদের জন্য বিনা মূল্যে রেশন, রোডে রোডে পুলিশ কর্তার গাইছেন “আমরা করবো জয়, আমারা করবো জয়” বিভিন্ন বার্তা মানুষদের মনে – প্রাণে সাহস জোগাতে কাজে লাগাচ্ছেন ,

তবুও আতঙ্ক!! গবেষকদের রিপোর্ট অনুযায়ী ভাইরাসের চেয়ে ক্ষতি কারক হল আতঙ্ক!, সেই আতঙ্কে রাজ্যবাসী বেশ প্রবাভিত, মানুষ খোলা পরিবেশ চায়, চায় ইচ্ছে মতো ঘুরে বেড়াতে…. এগুলো আজ হাতের বাহিরে, বিশ্বাস রাখা যায় একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু, মানুষ আর পারবে কী ভয়হীন ভালোবাসায় ঘুড়েবেড়াতে? পারবে কী নিজের ইচ্ছা খুশি কাজে লাগাতে? পারবে কী জমাট বাধতে ? এসব ভাবাটা সত্যি যেন জড়তার প্রতিবেদন   সব কিছুকে কেন্দ্র করে ব্যতিক্রমি চিন্তা, ব্যতিক্রমি ভাবনা, ব্যতিক্রমি কারুকার্য। এই ভাইরাস সমাজকে শিখিয়ে দিল পরিবেশ পরিস্কার রাখতে, আর শিখিয়ে দিল সচেতনতার মাধ্যমে নিজেকে আবিস্কার করতে,সব কিছুর টিকা হিসেবে সচেতনতার বিকল্প কিছু হতে পারে না,  সচেতনতাই হোক তোমার… আমার জীবনের অঙ্গীকার



Comments are closed.

      আরও নিউজ