মার্চ ২৫, ২০২৩ ১০:৪৬ বিকাল



পশুত্বের পরাজয় হোক

গভীর রাতে অকস্মাৎ ঘুম ভাঙ্গে আমার
স্বপ্নে কানে বাজে ধর্ষিতা শিশুর আর্তনাদ।
কখনও স্বপ্নে দেখি ধর্ষিতার নিথর দেহ
চোখ বুঁজে আসেনা আধো রাত আমার।
কামুকদের বেহায়াপনায় জীবন্ত লাশ মানবিকতা
ঘুমন্ত শিশু থেকে অবলা যুবতী
গর্ভবতী নারী থেকে সন্তানের জননী
এমনকি ফুটফুটে বালক কিংবা বৃদ্ধা
সবাই পাশবিকতার শিকার আজ মানুষরূপী হায়েনার।
নিয়ন্ত্রণহীন বনে কে রুখবে সিংহকে আজ
তাইতো ছোবল আজ নিরীহ হরিণদের শরীরে।
সেবালয়ে অসহ্য ক্রন্দন আমার ধর্ষিতা বোনের
নতুবা মর্গে শুয়ে আছে মানবরূপী জানোয়ারের
নির্মমতার শিকার অবুঝ শিশু কিংবা কিশোরী।
আর কত পাশবিকতার ক্ষত জীবন
নয়তো মৃত্যুর মৌন মিছিল।
এগিয়ে আসুক সমগ্র বিবেক
প্রতিবাদী মিছিলে হস্ত বন্ধন হোক ন্যায়ের পথে।

 

কবিঃ হাসান পলাশ



Comments are closed.

      আরও নিউজ