মার্চ ২৫, ২০২৩ ১০:৩২ বিকাল



পলাশবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার ঃ
গাইবান্ধা পলাশবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ মার্চ) বিকাল ৩.৩০ মিনিটে পলাশবাড়ী গৃধারীপুর ব্রাক স্কুল মাঠ প্রাঙ্গনে পলাশবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) আব্দুল খালেক।

দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সাঃসম্পাদক খন্দকার মাহামুদুন্নবী টিটুল সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পলাশবাড়ী পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আবুল কালাম আজাদ সভাপতি, মুশফিকুর রহমান রিপন সাঃসম্পাদক ও আব্দুল মোত্তালেব বকুল এবং মোঃ সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা জেলা বিএনপির মোঃ শহিদুজ্জামান শহীদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম সদস্য সচিব, এ্যাডঃ মন্জুর মোর্শেদ বাবু, আব্দুস ছালাম সদস্য হিসেবে নির্বাচন পরিচালনা করেন।



Comments are closed.

      আরও নিউজ