মার্চ ২৩, ২০২৩ ২:৩৫ বিকাল



পলাশবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধিঃ

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রাম থেকে মাকসুদা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, মাকসুদার বেগমের শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়ে আশপাশের মানুষ ওই বাড়িতে যান। সেখানে গিয়ে তারা শিশুটি ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে ঘরের দরজা ভেঙে মাকসুদার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
স্থানীয় জনগন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে নিহতের পরিবারের দাবি, মাকসুদাকে তার স্বামী ও স্বজনরা হত্যা করেছে। ঘটনার পর থেকেই মাকসুদার স্বামী ও পরিবারের সকলে পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল গাইবান্ধা জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তবে ওই গৃহবধূ হত্যা না আত্মহত্যা হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদনের পর জানা যাবে।



Comments are closed.

      আরও নিউজ