রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে ইফনাফ প্রকল্পের পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শনে কৃষিবিদ এসএম সোহরাব উদ্দিন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা ব্লকের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে”র বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী ২ ডিসেম্বর শনিবার পরিদর্শন করেন কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন ৷

পলাশবাড়ী পৌরসভা ব্লকের সুইগ্রামে স্থাপিত পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শনকালে তিনি পুষ্টি বাগানের সফল বাস্তবায়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পুরণে কালিকাপুর মডেলটি উপজেলায় কৃষকের মাঝে সম্প্রসারণের আহবান জানান।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ডিএই গাইবান্ধার কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ আশিকা জাহান তৈশী ও পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন ৷

এ সময় এসএএও শর্মিলা শারমিন জানান, এক ইঞ্চি জায়গাও যাতে পতিত না থাকে সেইসাথে পারিবারিক সবজি চাহিদা পুরনে ব্লকে প্রকল্প কর্তৃক প্রদর্শনী ও উদ্বুদ্ধকরনের মাধ্যমে পুষ্টি বাগান স্থাপন করা হচ্ছে যাতে পারিবারিক পুষ্টি চাহিদা পুষ্টি বাগান থেকেই কৃষকরা পুরণ করতে পারে।

সম্পর্কিত