লালমনিরহাট প্রতিনিধিঃ”দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২৪ অক্টোবর রোজ বৃহষ্পতিবার তরুণদের সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার” লালমনিরহাটের পশ্চিম বড়ুয়া রোটারি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বনজ,ফলদ ও ঔষধী বৃক্ষ বিতরণ ও রোপণ করে।এছাড়াও শিক্ষার্থীদের মাঝে “সাধারণ জ্ঞান প্রতিযোগিতা” ও বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নক্ষত্র পরিবারের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বায়েজিদ ইসলাম,ভারপ্রাপ্ত সহঃ সভাপতি মিশকাতুল জান্নাত কলি,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মম,
ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তমা এবং একা ঝাঁক কার্যকরী সদস্য (রোমা,ইন্না,সকাল,মিজু,ফাহিম ভাই,উৎস ভাই,মেহেদি, কউশিক)।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানান সকলের সহযোগিতা নিয়ে “নক্ষত্র পরিবার” সকল প্রকার সামাজিক কার্যক্রম ও অসহায় মানুষের সেবা করে যাচ্ছে।তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সাথে থাকার আহ্বান করেন।
সংগঠনটির নিয়মিত সামাজিক কার্যক্রম ও উত্তর উত্তর সাফল্যে এলাকাবাসী সন্তুষ্ট।